
নিউজ ডেস্ক: ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২২ উপলক্ষে মার্সেল এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর, মেসার্স হাছনাইন ইলেকট্রনিক্স (প্রোপ্রাইটর মোঃ হাছনাইন) চরফ্যাশনে আয়োজন করে এক ব্যতিক্রমধর্মী, মানবিক ও চেতনায় সমৃদ্ধ উৎসব। দেশীয় ব্র্যান্ড মার্সেল-এর প্রযুক্তি প্রচার, সমাজসেবা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক জনসম্পৃক্ত উদযাপনে।
অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল জুলাই শহীদের পরিবারের সম্মাননা। শহীদ রাকিব এর মা মঞ্চে এসে তাঁর সন্তানের মৃত্যু-বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। শহীদ পরিবারকে বিশেষ সম্মাননা ও উপহার প্রদান করা হয়।
একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার, যা অনুষ্ঠানে গৌরবের আরেক দিক হিসেবে উঠে আসে।
সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে চিকিৎসা সেবা পান শতাধিক মানুষ। পরিবেশ রক্ষায় আয়োজন করা হয় বৃক্ষরোপণ অভিযান, এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পরিচালিত হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি।
শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয় কুইজ ও হাড়িভাঙ্গা প্রতিযোগিতা –টিবি হাই স্কুল মাতৃছায়া প্রগতি বিদ্যাপীঠ
এই দুটি প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে, এবং মার্সেল সম্পর্কে তাদের সচেতন করা হয়।
এছাড়া, মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইনের লিফলেট বিতরণ করা হয় স্থানীয় দোকান, বাজার ও শিক্ষার্থীদের মাঝে।
ক্রেতাদের জন্য বরাদ্দ ছিল বিশেষ “গোল্ড কাঠ”, যার মাধ্যমে তারা পেতে পারে স্পেশাল ডিসকাউন্ট ও নিশ্চিত পুরস্কার।
অনুষ্ঠানের অংশ হিসেবে বর্ণাঢ্য আনন্দ রেলি চরফ্যাশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে, শেষে হাছনাইন ইলেকট্রনিক্স শোরুমে এসে শেষ হয়।
প্রোপ্রাইটর মোঃ হাছনাইন বলেন: “মার্সেল শুধু একটি ব্র্যান্ড নয়, এটা দেশপ্রেমের প্রতীক। সমাজ ও শহীদদের প্রতি সম্মান জানিয়ে আমরা এই আয়োজন করেছি।”
এই আয়োজন শুধু একটি ক্যাম্পেইন নয়, ছিল মানুষের হৃদয়ে ছোঁয়া লাগানো এক সামাজিক আন্দোলন, যা দেশীয় প্রযুক্তির বিকাশ ও সম্মিলিত চেতনার দৃষ্টান্ত হয়ে থাকবে।