
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে বরিশাল-৩ আসনটি ফাঁকা রাখা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) এস সরফুদ্দিন সান্টু, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) রাজীব আহসান, বরিশাল-৫ (বরিশাল সদর) মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আবুল হোসেন খান ধানের শীষ পেয়েছেন।
প্রার্থীদের নাম ঘোষণার পর পরই আনন্দ উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কেউ আনন্দ মিছিল কিংবা মিষ্টি বিতরণ করেনি। তবে প্রার্থীদের বাড়ির
সামনে জড়ো হয়ে উল্লাস করে নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা প্রর্থীদের শুভেচ্ছা জানান।
এদিকে নাম ঘোষণার পর বরিশাল সদর ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমরা জনআকাঙ্খা পূর্ণ হওয়ার চিন্তা করছি। বিএনপি গণতন্ত্র উত্তোরনের পথে এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি জনতাই ক্ষমতার উৎস, সেটা আরো একবার প্রমাণিত হল।
তিনি বরিশালবাসীর উদ্দেশ্যে বলেন, আমি পূর্বেও যেমন জনগণের জন্য কাজ করছি, আগামী দিনের যে উন্নয়ন বাকি রয়েছে সেগুলো করব। বরিশালের উন্নয়ন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উন্নয়ন। আমি বরিশাল থেকে বারবার নির্বাচিত হয়েছি। তিনি বলেন, আমাদের সময়ই বরিশাল বিশ্ববিদ্যালয় হয়েছে, বিভাগ ও রেডিও স্টেশনসহ নানা উন্নয়ন হয়েছে। মানুষের যে দাবিগুলো এখনো হয়নি সেগুলো আমি করার ব্যবস্থা করব। বরিশালবাসীর দাবি ৬ লেন রাস্তার, সেটি আমরা ব্যবস্থা করব।
তিনি আরো বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় হরতে হবে। গ্রামে থেকেও মানুষ যাতে শহরের সুযোগ সুবিধা পায় আমরা সেই ব্যবস্থা করবো। বরিশালবাসীর যে দাবি দাওয়াগুলো রয়েছে আমি সে সমস্যার সমাধান করবো।